গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জন অজ্ঞাত যুবক তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর উপজেলা শাখার এরিয়া ম্যানেজার মোহাম্মদ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাখা ব্যবস্থাপক ফোন করে ঘটনাটি জানালে তিনি তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানায় খবর দেন।
ব্যাংকের নৈশপ্রহরী সিরাজ মিয়া বলেন, "গভীর রাতে হঠাৎ বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখি, দুর্বৃত্তরা তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এর মধ্যে দুটি গেটে এবং একটি গেটের ভেতরে পড়ে আগুন জ্বলছিল।"
শাখা ব্যবস্থাপক রেহেনা পারভীন বলেন, "এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং তদন্ত শুরু করেছি।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন