অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ এবং কেয়া বোস । তাঁরা ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্ট তৈরি, গল্প বলার কৌশল, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং, ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট ( এমটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।
তিনি জানান, সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এই প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন