রংপুরের কাউনিয়ার হলদীবাড়ি রেলগেটে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বেলা-অবেলা পরিবহনের বাসে ওঠার চেষ্টা করতে গিয়ে তাজেল (২৬) নামে এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন।স্থানীয়রা জানিয়েছেন, কুড়িগ্রাম থেকে বগুড়া যাওয়ার পথে বাসটি রেলগেটে সংক্ষিপ্ত সময়ের জন্য থামলে তাজেল দ্রুত বাসে ওঠার চেষ্টা করেন। এসময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।নিহত তাজেল কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর গ্রামের মৃত রব্বানীর ছেলে। ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেন।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মরদেহ বর্তমানে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন