মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন—ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি আরশাদ ইসলাম।
সভা পরিচালনা করেন—ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সেক্রেটারি মামুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও জেলা জাকের পার্টির সভাপতি মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুব ফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান ডালিম, জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের মূল ভিত্তি হলো আদর্শিক শিক্ষা, নৈতিকতা, মানবতা ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম জোরদার করা এবং তরুণ সমাজকে আদর্শিক পথে উদ্বুদ্ধ করতে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আরও বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও মানবতার রাজনীতি করে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করাই এ দলের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে জাকের পার্টি জনগণের আস্থা অর্জন করবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা তুলে ধরেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন