পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস একসনা জমি ইজারাকৃত ও একসনা চাষাবাদে অনুমতি প্রাপ্তদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলায় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত স্বজনদের সূত্রে জানা যায়, খাস জমি নিয়ে চলমান বিরোধের কারনে প্রশাসন জমি দুই পক্ষের মধ্যে ভাগাভাগি করে দেয়া হয়। বৃহস্পতিবার ওই জমিতে সিরাজ খাঁ ও আনোয়ার হাওলাদারের গ্রুপের লোকজন তরমুজ ক্ষেতের ঘর তৈরি করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে মিজান গাজী নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য আহতদের মধ্যে আনোয়ার হাওলাদারের গ্রুপের ৮ জন ও সেরাজ খাঁ গ্রুপের ১৬ জন আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “চরবাংলা এলাকায় মারামারির ঘটনার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন