ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের বাসভবন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই বাসভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. ইউনুছ, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি অ্যাডভোকেট আবদুস সালাম, মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল উদ্দিন রাশেদ।
আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন স্বপন, উপজেলা বিএনপি আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি আমিরুল ইসলাম আমির, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল অ্যাডভোকেট নূর হোসেন সুমনসহ অন্যান্য বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতির জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ অস্থিতিশীলতা কাটিয়ে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে ফিরে এসেছিল। তার আদর্শ আজও মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ দেখায়।”
তারা আরও বলেন, “দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকতে হবে।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন