জেলার প্রতিটি উপজেলায় নির্বিঘ্ন ও পূর্ণমাত্রায় বাস চলাচল নিশ্চিতের উদ্যোগে রাণীশংকৈল ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে এবং ঠাকুরগাঁও জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, জেলা রাজ–৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে নিয়মিত বাস চলাচল না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। যোগাযোগব্যবস্থা উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আন্তঃউপজেলা বাস সার্ভিস চালু করা সময়ের দাবি।
আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়— ঠাকুরগাঁও জেলা ও সংশ্লিষ্ট উপজেলাগুলোর মধ্যে দ্রুত পূর্ণমাত্রায় বাস চলাচল শুরু করা হবে। একই সঙ্গে আধুনিক ও আরামদায়ক “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুরও ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং যাত্রীসেবার মানে আসবে ইতিবাচক পরিবর্তন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মোমিন।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন