ওপেন নিউজ ২৪

রাণীশংকৈলে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা ১০ হাজার টাকা

রাণীশংকৈলে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা ১০ হাজার টাকা
রাণীশংকৈলে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা ১০ হাজার টাকা


ঠাকুরগাঁও প্রতিনিধি:

হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ডিলার মো. আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।


কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল—টিএসপি সার ১৫৫ বস্তা, এমওপি (পটাশ) ৩৪৫ বস্তা এবং ডিএপি ২২৫ বস্তা। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর সার–৩৬৯৭। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা কৃষি অফিস।


কিন্তু ডিলার মো. আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন।


পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তদন্তে দেখা যায়, বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


অভিযানের সময় ডিলার মো. আলাউদ্দিন নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


রাণীশংকৈলে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা ১০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image
ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ডিলার মো. আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল—টিএসপি সার ১৫৫ বস্তা, এমওপি (পটাশ) ৩৪৫ বস্তা এবং ডিএপি ২২৫ বস্তা। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর সার–৩৬৯৭। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা কৃষি অফিস।কিন্তু ডিলার মো. আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন।পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তদন্তে দেখা যায়, বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানের সময় ডিলার মো. আলাউদ্দিন নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত