ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা পৌর যুবদলের উদ্যোগে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দিক নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ই নভেম্বর ২০২৪ সকাল থেকে পার চিতল বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং পাবনা পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম। তিনি কর্মসূচিতে উপস্থিত থেকে দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, “৭ই নভেম্বর জাতির ইতিহাসে অনন্য দিন। এই দিন আমাদের জাতীয় জীবনে বিপ্লব, ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নিজস্ব উদ্যোগে কয়েক শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিটি ভাঁড়ারা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় সম্পন্ন হয়।

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন