গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী ও ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ ৭ জনকে গ্রেফতারের পর ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
শুক্রবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে পুলিশ ও র্যাবের সমন্বয়ে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসী এনামুল হক মোল্লাকে তার বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তার ৬ সহযোগীকেও আটক করা হয়।
আটককৃতদের নাম উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল রহমান বলেন, "গ্রেফতারকৃতরা হলেন – শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।"
অভিযানের এনামুলের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি ইলেক্ট্রিক শক মেশিন, ৪টি ওয়াকি-টকি সেট ও ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ নানা ধরনের দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এনামুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় ডাকাতি ও অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা চলমান আছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
এনামুলের গ্রেফতারকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ভাবে অপপ্রচার করার চেষ্টার সমালোচনা করে সেনা কর্মকর্তা বলেন, "সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। যারা অপপ্রচার করছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "অভিযানের সময় অনেকেই সরজমিনে উপস্থিত ছিলেন। কিছু মহল মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। এসব মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানে সহায়তার জন্য তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যৌথবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, "অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক মোল্লা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গ্রেফতারের পর আটকদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। আদালতের আদেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন