ওপেন নিউজ ২৪
নির্বাচন

নির্বাচন

সকল জল্পনা-কল্পনার অবসান: গাজীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সকল জল্পনা-কল্পনার অবসান: গাজীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুর জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার মোট ছয়টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি আসনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

ঘোষিত চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন—

গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি

গাজীপুর-৩: বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুর-৪: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র পুত্র শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর-৫: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এসব আসনে শরিক দলের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছি।”


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫


সকল জল্পনা-কল্পনার অবসান: গাজীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুর জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার মোট ছয়টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি দুটি আসনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।ঘোষিত চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন—গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনিগাজীপুর-৩: বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুগাজীপুর-৪: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র পুত্র শাহ রিয়াজুল হান্নানগাজীপুর-৫: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনমির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এসব আসনে শরিক দলের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছি।”

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত