সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, 01793581585 নম্বর থেকে কল করে উপজেলার বিভিন্ন শিক্ষককে ল্যাপটপ প্রদান করা হবে বলে ইউএনও এর নাম করে টাকা চাচ্ছে। কাউকে প্রতারণার ফাদে পা দেয়া থেকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। 01793581585 নম্বরের বর্তমান অবস্থান লালমনিরহাটের কাকিনা গ্রামে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রিয় লালপুরবাসী, ইউএনও এর নাম করে কেউ যদি ফোনে বা সশরীরে এক টাকাও দাবি করে তাকে ধরে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও কখনোই অনৈতিকভাবে আপনার কাছে কিছু দাবি করবে না।
- ইউএনও, লালপুর

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন