ওপেন নিউজ ২৪
জাতীয়

জাতীয়

পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সাংবাদিকতা: চট্টগ্রামে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বিভাগীয় আলোচনা সভা

পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সাংবাদিকতা: চট্টগ্রামে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বিভাগীয় আলোচনা সভা

​চট্টগ্রাম: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই— এই জোরালো অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

​বুধবার ৩০ অক্টোবর চট্টগ্রামের মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় বক্তারা এই ঐক্যের আহ্বান জানান। সভায় সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গণি। তিনি বলেন, সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে অবশ্যই সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস)-এর চেয়ারম্যান ও নীতি নির্ধারক পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় সভাপতিত্ব করেন মাসুদ আলম সাগর, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নুরুল কবির।

​সভায় উপস্থিত নেতৃবৃন্দ মহাসচিবের আগমনে গভীর আনন্দ প্রকাশ করেন। চট্টগ্রাম বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সংস্থার উন্নয়নে বদ্ধ পরিকর থাকার অঙ্গীকার করেন।

​তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, প্রতিটি বিভাগ থেকে শুরু করে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় পরিষদের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দের এমন নিয়মিত আগমন সদস্যদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং সংস্থার প্রতি আস্থাশীলতা আরও বহু গুণে বৃদ্ধি করবে এবং এটিই সংগঠনের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫


পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সাংবাদিকতা: চট্টগ্রামে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বিভাগীয় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image
​চট্টগ্রাম: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই— এই জোরালো অভিমত ব্যক্ত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।​বুধবার ৩০ অক্টোবর চট্টগ্রামের মুরাদপুরের জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত সংস্থার বিভাগীয় আলোচনা সভায় বক্তারা এই ঐক্যের আহ্বান জানান। সভায় সাংবাদিকদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।​​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেগুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গণি। তিনি বলেন, সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনের প্রত্যেক সদস্যকে অবশ্যই সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ সার্ভিস (বিএনএস)-এর চেয়ারম্যান ও নীতি নির্ধারক পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন।​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।​সভায় সভাপতিত্ব করেন মাসুদ আলম সাগর, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নুরুল কবির।​সভায় উপস্থিত নেতৃবৃন্দ মহাসচিবের আগমনে গভীর আনন্দ প্রকাশ করেন। চট্টগ্রাম বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ সংস্থার উন্নয়নে বদ্ধ পরিকর থাকার অঙ্গীকার করেন।​তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, প্রতিটি বিভাগ থেকে শুরু করে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় পরিষদের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দের এমন নিয়মিত আগমন সদস্যদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং সংস্থার প্রতি আস্থাশীলতা আরও বহু গুণে বৃদ্ধি করবে এবং এটিই সংগঠনের কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত