নাটোরের লালপুর উপজেলার বিলমারী ইউনিয়নের পদ্মার চরে খড়ের ক্ষেত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এ গোলাগুলি চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়ের ক্ষেতের দখল নিয়ে কাকন গ্রুপ ও রবি-মমতাজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষই অস্ত্র ব্যবহার করে গোলাগুলি চালায়। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন