মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

নড়াইলে বিএনপির পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

নড়াইলে বিএনপির পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল মানববন্ধন



নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কর্তৃক পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(০৬ অক্টোবর) সিংগাশোলপুর ইউনিয়নের চুনখোলা চৌরাস্তা মোড়ে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।


ইউনিয়নের সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বিরুদ্ধে পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলেছেন দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। কমিটি বাতিলের দাবি ও অভিযুক্ত তিন নেতার বহিষ্কারের দাবিতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।


বিক্ষোভকারীদের অভিযোগ,ইউনিয়ন বিএনপির এই তিন নেতা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে নিজেদের অনুসারীদের নিয়ে একটি অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করেছেন। এ সময় বক্তব্য দেন মো টুটুল মোল্লা ,মো মাহাবুর মোল্লা, মো আলাউদ্দিন খান ও মো বিল্লার হোসেন।


মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। একই সাথে তারা পকেট কমিটি গঠনের মূল হোতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।


​কর্মসূচি চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


নড়াইলে বিএনপির পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কর্তৃক পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৬ অক্টোবর) সিংগাশোলপুর ইউনিয়নের চুনখোলা চৌরাস্তা মোড়ে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।ইউনিয়নের সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বিরুদ্ধে পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলেছেন দলটির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। কমিটি বাতিলের দাবি ও অভিযুক্ত তিন নেতার বহিষ্কারের দাবিতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।বিক্ষোভকারীদের অভিযোগ,ইউনিয়ন বিএনপির এই তিন নেতা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে নিজেদের অনুসারীদের নিয়ে একটি অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করেছেন। এ সময় বক্তব্য দেন মো টুটুল মোল্লা ,মো মাহাবুর মোল্লা, মো আলাউদ্দিন খান ও মো বিল্লার হোসেন।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। একই সাথে তারা পকেট কমিটি গঠনের মূল হোতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলামগীর কবীর, সাধারণ সম্পাদক সোলায়মান এবং ১নং সদস্য মোঃ জাহির হোসেন সাবু-এর বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।​কর্মসূচি চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত