ওপেন নিউজ ২৪

নড়াইলে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় খেয়াঘাট দখলমুক্তের আবেদন

নড়াইলে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় খেয়াঘাট দখলমুক্তের আবেদন
কালিয়া বারইপাড়া খেয়াঘাট

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে নবগঙ্গা নদীর লীজকৃত বুড়িখালী খেয়াঘাট জোরপূর্বক দখলমুক্ত করতে স্থানীয় এক ভুক্তভোগী বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার জেলা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসারের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন বুড়িখালী গ্রামের নুরুল হক মোল্যার ছেলে জামান হোসেন ধলা।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে একই গ্রামের আক্কাস শেখের ছেলে আকছাদ শেখ, মাকছুদ শেখ, সামছু শেখ, মৃত রাজ্জাক শেখের ছেলে মান্নু শেখ, লাল্টু শেখ, কবির শেখের ছেলে আহাদ শেখ, শহীদুল শেখ, মুজিবর শেখের ছেলে ইউনুছ শেখ, মরফু গাজীর ছেলে রব্বান গাজী, ইয়াছিন গাজী, মৃত খালেক গাজীর ছেলে ইছাক গাজী, ইস্রাফিল গাজীর ছেলে সাদেক গাজী, কওসার গাজীর ছেলে মঞ্জুর গাজী, জামির গাজীসহ আরও ১৫ থেকে ২০ অজ্ঞাতনামা ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ খেয়াঘাটে হামলা চালান।

এসময় তারা জামান হোসেন ধলার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা তার লীজকৃত খেয়াঘাট ও আট লক্ষ টাকা মূল্যের একটি পারাপারের নৌকা জবরদখল করে নেয়। পাশাপাশি ঘরবাড়ি লুটপাটেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, বৈধ ইজারাকৃত খেয়াঘাট দখলমুক্ত করে ফিরে পেতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।

এ ঘটনায় অভিযুক্ত আকছাদ শেখের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, নড়াইল জেলা সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫


নড়াইলে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় খেয়াঘাট দখলমুক্তের আবেদন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে নবগঙ্গা নদীর লীজকৃত বুড়িখালী খেয়াঘাট জোরপূর্বক দখলমুক্ত করতে স্থানীয় এক ভুক্তভোগী বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।গতকাল বৃহস্পতিবার জেলা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসারের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন বুড়িখালী গ্রামের নুরুল হক মোল্যার ছেলে জামান হোসেন ধলা।অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে একই গ্রামের আক্কাস শেখের ছেলে আকছাদ শেখ, মাকছুদ শেখ, সামছু শেখ, মৃত রাজ্জাক শেখের ছেলে মান্নু শেখ, লাল্টু শেখ, কবির শেখের ছেলে আহাদ শেখ, শহীদুল শেখ, মুজিবর শেখের ছেলে ইউনুছ শেখ, মরফু গাজীর ছেলে রব্বান গাজী, ইয়াছিন গাজী, মৃত খালেক গাজীর ছেলে ইছাক গাজী, ইস্রাফিল গাজীর ছেলে সাদেক গাজী, কওসার গাজীর ছেলে মঞ্জুর গাজী, জামির গাজীসহ আরও ১৫ থেকে ২০ অজ্ঞাতনামা ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ খেয়াঘাটে হামলা চালান।এসময় তারা জামান হোসেন ধলার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা তার লীজকৃত খেয়াঘাট ও আট লক্ষ টাকা মূল্যের একটি পারাপারের নৌকা জবরদখল করে নেয়। পাশাপাশি ঘরবাড়ি লুটপাটেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।ভুক্তভোগীর দাবি, বৈধ ইজারাকৃত খেয়াঘাট দখলমুক্ত করে ফিরে পেতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।এ ঘটনায় অভিযুক্ত আকছাদ শেখের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।এদিকে, নড়াইল জেলা সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত