বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবার পিছিয়েছে। নতুন দিন হিসেবে নির্ধারিত হয়েছে আগামী ২৮ অক্টোবর।
মঙ্গলবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্তকারী সংস্থা সিআইডি তা জমা দিতে পারেনি। ঢাকার মহানগর হাকিম মো. জামসেদ আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছেন।
ফারদিন নূর পরশ ২০২২ সালের ৫ নভেম্বর নিখোঁজ হন। দুই দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৮ নভেম্বর ফতুল্লার দেউলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
এই ঘটনায় ফারদিনের বন্ধু বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে মামলা দায়ের করেন তার বাবা কাজী নূর উদ্দিন। গত বছরের ১০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সবশেষে, ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার মামলায় আমাতুল্লাহ বুশরার জামিন মঞ্জুর করেন।

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন