ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।
মানববন্ধনে শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিক ও কর্মীবৃন্দ অংশ নেন। তারা ব্যানার হাতে সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের অপসারণের দাবি জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও নির্ভীকভাবে কাজ করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানি করার উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। অথচ ওসি কোনো তদন্ত ছাড়াই তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।”
বক্তারা আরও বলেন, সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন