গ্রামীণ স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা হয়ে কাজ করে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উল্লাপাড়া উপজেলা শাখা তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রঙিন বেলুন, কেক কাটা আর প্রাণবন্ত আলোচনা সভায় দিনটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ( সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী )
তিনি বলেন—“পল্লী চিকিৎসকরা গ্রামীণ জনগণের প্রথম স্বাস্থ্যসেবা দানকারী। গ্রামের মানুষ অসুস্থ হলে সবার আগে ছুটে যান তাদের কাছেই। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন দীর্ঘ ১৭ বছর ধরে যেভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বিএনপি সবসময় এ সংগঠনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
তুমি আরো বলেন "অন্তবর্তীকালীন সরকার এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেননি " সেটা খুবই দুঃখজনক।
প্রতিষ্ঠা বার্ষিকী এ আয়োজনে অংশ নেন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক পল্লী চিকিৎসক। তাদের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে করে তোলে উৎসবমুখর। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার প্রথম ধাপে দাঁড়িয়ে পল্লী চিকিৎসকরা যেমন সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছেন, তেমনি তারা দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও চিকিৎসকরা পল্লী চিকিৎসকদের নানামুখী অবদান তুলে ধরেন। বক্তারা জানান, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে সীমাবদ্ধতা রয়েছে, সেখানে পল্লী চিকিৎসকরা গ্রামীণ জনপদে চিকিৎসার আলোকবর্তিকা হয়ে কাজ করবেন।
আলোচনা সভা শেষে কেক কেটে এসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপস্থিত চিকিৎসক ও অতিথিরা সবাই মিলে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি হয়ে উঠেছিল সেবার অঙ্গীকার পুনর্নবায়নের দিন। গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই উপলব্ধিই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে প্রতিফলিত হয়েছে।

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন