উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান মিলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নড়াইল সদরের সিঙ্গে শোলপুর একাদশ এবং কালিয়ার খড়রীয়া ফুটবল একাদশ। রোমাঞ্চকর লড়াইয়ে খড়রীয়া একাদশ ৩–১ গোলে জয় লাভ করে। খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় হাজারো ফুটবলপ্রেমী।
উদ্বোধনী বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন—
“খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী করে। মাঠে নামলে তারা মাদক ও অশুভ শক্তি থেকে দূরে থাকে। এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক।”
তিনি আরও বলেন—
“ফুটবল আমাদের গ্রামীণ জীবনের প্রাণ। প্রতিটি গ্রামে খেলার মাঠ সক্রিয় থাকলেই আগামী প্রজন্ম সুস্থ, আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে পারবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে টুর্নামেন্টটির আয়োজন করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও চাচুড়ী ইউনিয়ন বিএনপি।

রোববার, ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন