ঝিকরগাছায় এক ক্লিনিক মালিকের ভুল চিকিৎসার কারণে এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তি নিজে ডাক্তার না হয়েও অস্ত্রোপচার করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
তথ্য অনুসারে, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ‘সালেহা ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বর্তমানে তিনি ঝিকরগাছা পোস্ট অফিসের পাশে একটি ক্লিনিক চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি তার নামের আগে ‘ডাক্তার’ লিখে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন, ভুল চিকিৎসা দেন এবং নিজেই সিজারিয়ান অপারেশন করেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি এর আগেও জেল ও জরিমানা ভোগ করেছেন।
সর্বশেষ তিনি ঝিকরগাছা ফুড গোডাউনের সামনে অবস্থিত ‘ফেমাস ক্লিনিকে’ ডাক্তার না হয়েও অস্ত্রোপচার করতে গিয়ে সোহানা (১৯) নামের এক রোগীর মৃত্যুর কারণ হন। সোহানা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুরের মেয়ে।
সোহানার বাবা ইয়ানুর জানান, তার ভাগ্নে ফেমাস ক্লিনিকের মালিক আজগর আলীর পরামর্শে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে তিনি সোহানাকে ওই ক্লিনিকে ভর্তি করান। তার পেটে জমজ সন্তান ছিল। অস্ত্রোপচারের সময় তার মেয়ে স্ট্রোক করে এবং পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে সোহানার দুই সন্তান সুস্থ আছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেমাস ক্লিনিকের মালিক আজগর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ বলেন, “এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। এই ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর আগেও এই দুটি ক্লিনিকের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের প্রাণহানির ঘটনা বাড়ছে।

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন