ঠাকুরগাঁও ৩ বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে রানীশংকৈল যুবদলের সংবর্ধনা
গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।দলের উচ্চপর্যায়ের বৈঠকে সকল দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।তারেক রহমান বলেন,সেই যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনা করেই আমরা জনাব জাহিদুর রহমান জাহিদকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি।ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঠাকুরগাঁও-৩ আসনে বিজয় নিশ্চিত।”মনোনয়ন পাওয়ার পর জনাব জাহিদুর রহমান জাহিদ বলেন,আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি তিনি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, আমি সেই বিশ্বাস রক্ষা করবো ইনশাআল্লাহ।আমি ঠাকুরগাঁও-৩ আসনের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে জনগণের বিজয় নিশ্চিত করবো।”দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস দেখা গেছে। রানীশংকৈল উপজেলার যুবদল সাবেক সভাপতি শামিম সুমন, সাধারন সম্পাদক আকতারুলইসলাম আকতার ও পৌর যুবদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার সহ ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা কর্মীরা।