মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের মহান বিজয় দিবস উদযাপন। স্টাফ রিপোর্টার : লিটন শিকদার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বাগেরহাট ইউনিট যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পুষ্পঅর্পণ ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। ভোরে বাগেরহাটের দশানী  মুক্তিযুদ্ধ স্মরণীয় স্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ, যুব  স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পাশাপাশি ইউনিটের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা মাঠে শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। মানবিক সেবার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ এই আয়োজনে অংশগ্রহণ রেড ক্রিসেন্টের দায়িত্বশীলতা ও মানবতার প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের মহান বিজয় দিবস উদযাপন