অদক্ষ কর্মকর্তা অপসারণের ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরে মানববন্ধন
ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা অপসারণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ মার্কেটের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে বিপুলসংখ্যক অদক্ষ ও অনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তারা বলেন, এসব কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে ব্যাংককে দুর্নীতি ও অনিয়মমুক্ত রাখতে হবে।বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে সুনাম ও স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়া জরুরি। কেউ যদি ব্যাংকের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে গ্রাহক সমাজ তা প্রতিহত করবে।মানববন্ধনে বক্তব্য রাখেন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, ব্যবসায়ী আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, শামছুল হুদা, আবুল কালাম ও তানিম হোসেন প্রমুখ।এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।