ওপেন নিউজ ২৪

মো:আমিনুল ইসলাম

মো:আমিনুল ইসলাম


রংপুরে দৈনিক প্রথম খবর–এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুরে দৈনিক প্রথম খবর–এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনগণমাধ্যমের অগ্রযাত্রায় বর্ণিল আয়োজনরংপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দৈনিক প্রথম খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফুড জংশন মিলনায়তনে রংপুর সমবায় ব্যাংক বিপণীর সহযোগিতায় আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর সভাপতি মোঃ সানেকুজ্জামান সালেক বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্য ও ন্যায়ের পক্ষে প্রথম খবর–এর অবস্থান ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।” তিনি পত্রিকার সম্পাদকীয় টিমকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সংবাদের জন্য ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, শিল্পপতি সংগঠন প্রেক্সিমের সভাপতি মনজুর আহমেদ আজাদ, শাহ বায়েজীদ, মিজানুর রহমান লুলু, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিবর্গ।এ ছাড়া দৈনিক প্রথম খবর–এর বিভাগীয়, জেলা ও উপজেলা প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকাটির উপদেষ্টা তৌহিত বাবলা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকাশক মোছাঃ সাবিনা ইয়াসমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ এনামুল হক এবং মোঃ আনোয়ার হোসেন বাবলু।বক্তারা বলেন, তৃণমূলের বাস্তবতা, জনগণের সমস্যা ও ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরায় প্রথম খবর ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রেখে পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে।শেষে কেক কেটে দৈনিক প্রথম খবর–এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রংপুরে দৈনিক প্রথম খবর–এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন