শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

জলিলুর রহমান জনি

জলিলুর রহমান জনি


সিরাজগঞ্জ কাজীপুর গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন সোনালী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (৬২) আসনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোছা: মল্লিকা খাতুন সোনালী।রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রচারণাকালে কাচিহারা বাজার, বরইতলা বাজার, উদগাড়ি বাজার, লক্ষ্মীপুর বাজার, চরপাড়া বাজার, মহিষামুড়া বাজার ও ভেয়ামারা বাজারে লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এসব নির্বাচনী সভায় প্রার্থী মল্লিকা খাতুন সোনালী ভোটারদের উদ্দেশে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। পথসভায় বক্তব্যে তিনি বলেন,“জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা যদি আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, তাহলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব।”তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সংসদে তুলে ধরাই তার মূল লক্ষ্য। এ সময় তিনি ভোটারদের কাছে ভোটের পাশাপাশি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।গণসংযোগ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের সঙ্গে প্রার্থীর সরাসরি মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রচারণা কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সিরাজগঞ্জ কাজীপুর গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন সোনালী