বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

রাজনীতি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাউনিয়ায় বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাউনিয়ায় বিএনপির দোয়া মাহফিলসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বুধবার বিকালে পরেশ বাজারে বিএনপি পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলটি জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাউনিয়ায় বিএনপির দোয়া মাহফিল