ওপেন নিউজ ২৪

ফুটবল

রানীশংকৈলে নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধনে,ডিসিইসরাত ফারজানা।

রানীশংকৈলে নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধনে,ডিসি)ইসরাত ফারজানা। ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু,, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সুনামধন্য নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি)ইসরাত ফারজানা।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাঙাটুঙ্গী ফুটবল মাঠ পরিদর্শনে করেন। পরে তিনি মাঠের চারপাশ সীমানা নির্ধারণের জন্য প্রাচীর কাজের উদ্বোধন করেন।জেলা পরিষদের ৭ লক্ষ টাকার অর্থায়ানে এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।এসময় উপস্থিত ছিলেন,রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম,সহকারী কমিশনার (ভুমি) মুজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাবুদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম সহ খেলার টিম ম্যানেজমেন্ট ও নারী খেলোয়ারবৃন্দ।ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা বলেন,যেহেতু খেলার মাঠে এই কবর স্থানটি রয়েছে।তাই আমরা কবর স্থানের পবিত্রতা রক্ষার জন্য পাকা সীমানা প্রাচীর নির্মান করে দিবো, যেন কবর স্থানের কোন ধরনের সমস্যা না হয়।এবং নারী খেলোয়াড়দের কোন ধরনের বিঘ্নতা না ঘটে।

রানীশংকৈলে নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধনে,ডিসিইসরাত ফারজানা।