ওপেন নিউজ ২৪

আন্তর্জাতিক

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে স্বামীর বাড়ি থেকে পাঁচ মাসের অন্তঃসত্তা তানজিলা নিখোঁজ

ঠাকুরগাঁও ভূল্লী থানার সাসলাপিয়ালা, মিলপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে পাঁচ মাসের অন্তঃসত্তা এক নারী নিখোঁজ হয়েছেন। গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার পর থেকে তানজিলা আক্তার রিপু (২০) নামে ওই নারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় তাঁর বাবা আনোয়ার ইসলাম ভূল্লী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিখোঁজ তানজিলা পীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মো. রায়হান কবির (২৫) মৃত আব্দুল কাদেরের ছেলে। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। রায়হান কবির লালমনিরহাট পল্লী বিদ্যুৎ-এ চাকরি করেন।পরিবার জানায়, ঘটনার রাতে স্বামীর বাড়িতেই ছিলেন তানজিলা। রাত আনুমানিক ১২টার দিকে তাঁকে হঠাৎ করে ঘরে পাওয়া না গেলে পরিবারের লোকজন চারদিকে খোঁজ শুরু করে। কিন্তু সম্ভাব্য কোনও স্থানেই তাঁর সন্ধান পাওয়া যায়নি।স্বামী রায়হান কবির বলেন, “আমি চাকরির কারণে লালমনিরহাটে থাকি। ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। সকালে খবর পেয়ে দ্রুত বাসায় এসে দেখি—আমার স্ত্রী নেই, এবং ঘরের আলমারিতে থাকা তার কাপড়চোপড়, সোনা-গয়না, এমনকি ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্রও নেই। সবকিছু নিয়ে গেছে। আমরা আশপাশে অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিস পাইনি। সে পাঁচ মাসের অন্তঃসত্তা—এই অবস্থায় নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য খুবই দুশ্চিন্তার।”তানজিলার বাবা আনোয়ার ইসলাম বলেন, “হঠাৎ করে আমার অন্তঃসত্তা মেয়েটা এভাবে নিখোঁজ হয়ে যাবে, এটা কোনোভাবেই মানতে পারছি না। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাওয়া যায়নি। মেয়ের নিরাপত্তা নিয়ে আমরা খুব চিন্তিত। তাই থানায় জিডি করেছি।”তানজিলার মা বলেন, “মেয়ের শরীর ভালো ছিল না। সে নিজে থেকে কোথাও যেতে পারে না। আমরা আশঙ্কায় দিন কাটাচ্ছি। কেউ যদি কোনো তথ্য দিতে পারে, খুব উপকার হয়।”স্থানীয় কয়েকজন জানান, ওই রাতের পর থেকে তানজিলাকে গ্রামের কেউ দেখেননি। তাঁদের ভাষায়, “অন্তঃসত্তা মেয়েটা নিখোঁজ হওয়াটা খুবই দুঃখজনক। আমরা সবাই উদ্বিগ্ন। পুলিশ দ্রুত সন্ধান বের করবে বলে আশা করি।”আরেকজন প্রতিবেশী বলেন, “এই ধরনের ঘটনা এলাকায় আগে হয়নি। আমরা সবাই খোঁজ রাখছি; কোনো তথ্য পেলে পুলিশকে জানাব।”ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। সম্ভাব্য সব জায়গায় অভিযান ও অনুসন্ধান চলছে। আশা করছি দ্রুত তানজিলাকে উদ্ধার করতে পারবো।”তিনি আরও জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।নিখোঁজ তানজিলার পরিবার ও স্থানীয়রা তাঁর নিরাপদ প্রত্যাবর্তন কামনা করছেন। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে স্বামীর বাড়ি থেকে পাঁচ মাসের অন্তঃসত্তা তানজিলা নিখোঁজ