আল আমিন হাওলাদার ||
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু করেছে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিক্ষার্থী অভিভাবকগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের উত্তরগোপালপুর এলাকায় মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদকনীরেশ রুরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সম্মানীত সদস্য সেবিনা মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা, জিতু মারাক সহ আরো অনেকেই। আদিবাসী এক অভিভাবক বলেন, পরিবর্তনের লক্ষে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আমরা এবার ধানের শীষে ভোট দেবো। আদিবাসীদের বিভিন্ন বাড়িতে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বিগত ২০ বছরেও এভাবে কেউ আমাদের খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে এবার ধানেষ শীষে ভোট দিবো। আদিবাসী নেতারা বলেন, ছড়ার পানি বোরে ধান ক্ষেতে দিতে কাঠা প্রতি ৮শত টাকা লাগতো, এবার কায়সার কামাল আমাদের বিনামুল্যে ধান ক্ষেতে পানি দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নির্বাচিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।