আল আমিন হাওলাদার ||
নেত্রকোনা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে নেত্রকোনা- ১ বিভিন্ন এলাকায় এ প্রচারণা করেন তারা।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন এর নেতৃত্বে, প্রচারণা কালে আইনজীবীগণ বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, মাঠ পর্যায়ে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে এসেছি। আপনাদের এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থেই কায়সার কামাল কে নির্বাচিত করার জন্য আমরা আপনাদের কাছে দলমত নির্বিশেষে ভোট চাইতে এসেছি। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।“আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তির পক্ষে নয়, ধানের শীষের পক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে মাঠে কাজ করার জন্য আহবান জানান। এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, এডভোকেট তাহমিনা আক্তার হাশেমী, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট বাহাদুর, এডভোকেট মোঃ জিন্নাহ রবি, এডভোকেট মোঃ আসাদুজ্জামান সহ চল্লিশ জন আইনজীবীদের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন।