স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলনস্টাফ রিপোর্টার মো: লিটন শিকদার নড়াইল-১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের (কলস প্রতীক) বাসায় সন্ত্রাসীদের গুলি বর্ষণ ও ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় তাঁর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে অধ্যাপক বি. এম. নাগিব হোসেন বলেন,“এই কাপুরুষোচিত হামলা গণতন্ত্র, শান্তি ও মানুষের ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই—আমি ভীত নই, কোনো ষড়যন্ত্রে দমে যাওয়ার মানুষ নই। বরং এসব হামলা আমাকে আরো দৃঢ় সংকল্পে ভোটের মাঠে রাখবে।”তিনি আরও বলেন, সত্যের পথে যারা থাকে, তাদেরই ভয় দেখানো হয়। মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের সংগ্রাম থেকে তাঁকে কেউ সরাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।শেষে অধ্যাপক নাগিব হোসেন বলেন,“ভয় নয়—ভোটই হোক জবাব। কলস মার্কা শান্তি, সাহস ও সত্যের প্রতীক।