গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের শ্রীপুরে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স স্মার্টফোন হারিয়ে যাওয়ায় মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় নিজ বাসার সন্নিকটে ফোনটি হারান মো: মাইদুর রহমান খান সজীব (৪২)।বিস্তারিত জানা গেছে, ফোনটি হারানোর পর স্থানীয়ভাবে প্রচুর খোঁজাখুঁজি চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি শ্রীপুর থানায় গিয়ে জিডি নম্বর ২২৩৯ নিবন্ধন করেন। হারানো ফোনটির মডেল আইফোন ১৫ প্রো ম্যাক্স (ন্যাচারাল টাইটানিয়াম), যা ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ। ফোনটির আইএমইআই নম্বর ৩৫১১৪৯৫১৮৩২৮৩০৭ এবং ব্যবহারিত নম্বর ০১৭২১-৪৪৭০৩৮।ভুক্তভোগী মো: মাইদুর রহমান খান সজীব জানান, ফোনটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও প্রাত্যহিক তথ্য সংরক্ষিত ছিল। এটি হারিয়ে তিনি মানসিকভাবে ব্যতিব্যস্ত। ফোনটির দ্রুত উদ্ধার ও তথ্য সুরক্ষার আশায় তিনি পুলিশের সহায়তা নেন।শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন। ফোনটির আইএমইআই নম্বর ট্র্যাক করে খোঁজাখুঁজি এবং প্রাসঙ্গিক আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি ফোনটি পেয়ে থাকেন বা এর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে শ্রীপুর থানায় অথবা ভুক্তভোগীর মোবাইল নম্বরে (০১৭২১-৪৪৭০৩৮) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।