আল আমিন হাওলাদার ||
মানবতা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে পরিচিত এক মানবতার ফেরিওয়ালাকে ঘিরে জনতার ভালোবাসা ও প্রত্যাশা আরও দৃঢ় হয়ে উঠছে। নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দুর্গাপুর পৌর শহরে অনুষ্ঠিত হলো আবেগঘন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলনের নেতৃত্বে প্রায় ৪০ জন আইনজীবীর একটি সুসংগঠিত টিম শুক্রবার সকাল ১০টার দিকে এ কর্মসূচিতে অংশ নেন। টিমে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাহমিনা আক্তার হাশেমী, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট জোনায়েতুল্লাহ সোহেব, অ্যাডভোকেট জিল্লুর রহমান , অ্যাডভোকেট মোঃ জিন্নাহ রবি, অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় আইনজীবীরা ধানের শীষের লিফলেট হাতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান। তারা ভোটারদের কাছে ব্যারিস্টার কায়সার কামালকে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তিনি সব সময় অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও জনগণের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন।আইনজীবী নেতারা বলেন,ব্যারিস্টার কায়সার কামাল ক্ষমতার রাজনীতিতে নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি নির্বাচিত হলে দুর্গাপুর-কলমাকান্দা হবে ন্যায়, মানবতা ও উন্নয়নের মডেল।গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা ছিল লক্ষণীয়। অনেকেই বলেন, দীর্ঘদিন পর তারা একজন মানবিক, সাহসী ও ন্যায়পরায়ণ নেতৃত্বের সন্ধান পাচ্ছেন। ধানের শীষের প্রতি তাদের সমর্থন জানিয়ে পরিবর্তনের আশায় ব্যারিস্টার কায়সার কামালের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।এই কর্মসূচি দুর্গাপুর পৌর শহরের রাজনীতিতে নতুন আশার আলো ছড়িয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।