আল আমিন হাওলাদার ||
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড প্রিপারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দিনব্যাপি নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যাপিঠের শিক্ষক দীপা রায় এর সঞ্চালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী মজুমদারের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, নাথপাড়া সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব পন্ডিত, শিক্ষার্থী অভিভাবক তাজুল ইসলাম, আনোয়ার হোসেন সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে, বিদ্যালয়ের মাঠে ২০টি ইভেন্টে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।