স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উজ্বল মোল্লার গণসংযোগ শুনছেন মানুষের কথা, শোনাচ্ছেন আশার বাণীস্টাফ রিপোর্টার : মোঃ লিটন শিকদারআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (নির্বাচনী আসন–৯৩) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ উজ্বল মোল্লা (হরিণ প্রতীক) নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি নড়াইল-১ আসনের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজার এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়রা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন।এ সময় মোঃ উজ্বল মোল্লা বলেন, নড়াইলকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের জন্য কার্যকর সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন,“আমি নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ নড়াইল গড়ে তুলতে চাই।”গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ উজ্বল মোল্লার সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। তিনি জনগণের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে নোট নেন এবং নির্বাচিত হলে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করার আশ্বাস দেন।