প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ
মো:আমিনুল ইসলাম ||
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভরংপুরের কাউনিয়া উপজেলায় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।বৃহস্পতিবার সকাল কাউনিয়া উপজেলা পরিষদ চত্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও ৯ম পে-স্কেল এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর কারণে কর্মচারীরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।তারা দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের পাশাপাশি কর্মচারীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত