মামুন হোসেন ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শ্রীপুরে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার, (২৮ জানুয়ারি) বিকাল ৫টায় শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজার এলাকায় এ গণসংযোগের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজীবের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।গণসংযোগকালে মাইদুর রহমান খান সজীব বলেন, “অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এই এলাকারই সন্তান। তিনি একজন যোগ্য, সৎ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর-৩ আসন উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে পৌঁছাবে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানাই।”তিনি আরও বলেন, “জনগণের ন্যায্য অধিকার আদায়, এলাকার সমস্যা সমাধান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অধ্যাপক বাচ্চুর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা নিয়মিতভাবে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি।”গণসংযোগ চলাকালে রাজাবাড়ী ইউনিয়নের সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি তাদের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তারা এলাকার শান্তি, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।