মো:আমিনুল ইসলাম ||
কাউনিয়া হাসপাতালে জরুরি বিভাগ ফাঁকা রেখে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারহানা সিদ্দিকীর বিরুদ্ধে জরুরি বিভাগ ফাঁকা রেখে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নীরবতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।স্থানীয়রা অভিযোগ করছেন, দায়িত্ব পালনে অনীহার কারণে জরুরি সেবা প্রাপ্ত রোগীরা যথাযথ চিকিৎসা না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আমজাদ হোসেন নামে একজন স্থানীয় রোগীর স্বজন বলেন,জরুরি বিভাগে ডাক্তার না পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে জানতে পারি তিনি বাইরে চেম্বারে রোগী দেখছেন। এটা আমাদের জীবন নিয়ে ছেলেখেলা।”সবুজ নামে আসা একজন রোগী বলেন, আমি বুকের ব্যাথা নিয়ে আমি ইমারজেন্সি বিভাগে এসে দেখি কোন ডা: নেই, দীর্ঘ ২০ মিনিট অপেক্ষা করে জানতে পারি তিনি ব্যাক্তিগত চেম্বারে রোগী দেখছেন। এ দিকে কর্তৃপক্ষের নীরবতায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন এ সময় তারা বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে অবহেলা গুরুতর অনিয়ম। শুধু মৌখিক সতর্কতা দিয়ে কোনো সমাধান হবে না। দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। তারা আশঙ্কা করছেন, নীরবতা চালিয়ে গেলে সরকারি সেবার ওপর মানুষের আস্থা হ্রাস পেতে পারে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা জানান, বিষয়টি আমাকে আরএমও’ জানাইছে তিনি তাকে মৌখিকভাবে সতর্ক করেছেন । ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে ফারহানা সিদ্দিকীর বক্তব্য চানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, এ সময় তিনি বলেন আপনারা যা পারেন লেখেন , আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। রংপুরের সিভিল সার্জন,ডা : শাহীন সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি, আর ডিউটিরত অবস্থায় ব্যাক্তিগত চেম্বারে রোগী দেখার কোন সুযোগ নেই, যদি কেউ এ রকম কাজ করেন তদন্ত কমিটি গঠন করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।