জলিলুর রহমান জনি ||
“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সিরাজগঞ্জ সদরস্থ বাগবাটি ইউনিয়নে আব্দুল্লাহ্ আল মাহমুদ ডিগ্রী কলেজে মাসিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “দেশ, শিক্ষা, ঐক্য, প্রগতি”।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির হাসান লিয়াকত, সভাপতি, আল মাহমুদ ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ, আল মাহমুদ ডিগ্রী কলেজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কুইজ ও লেখনীচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হোসাইন রাবির, সভাপতি, বাগবাটি ইউনিয়ন ছাত্রদল; মোঃ আব্দুল্লাহ হোসেন, সাধারণ সম্পাদক, বাগবাটি ইউনিয়ন ছাত্রদল; এবং মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক, বাগবাটি ইউনিয়ন ছাত্রদল। তাঁরা ছাত্রদলের শিক্ষামুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত চালু রাখার আহ্বান জানান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আহসান মির্জা, মোঃ আকরাম মির্জা, মানবায় নূসরাত হিয়া, মোঃ আরাফাত হোসেন ও মোঃ রাজু আহম্মেদসহ আল মাহমুদ ডিগ্রী কলেজর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক, আল মাহমুদ ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং শেষে কুইজে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহব্যঞ্জক আলোচনা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করে আব্দুল্লাহ্ আল মাহমুদ ডিগ্রী কলেজ ছাত্রদল, সিরাজগঞ্জ সদর।