প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আজিজুর রহমানের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
জলিলুর রহমান জনি ||
বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আজিজুর রহমান (গান্ধাইল ইউনিয়ন) আর নেই। তিনি আজ ভোর রাত ৪টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৪ ঘটিকায় কাজীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান , মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।গার্ড অব অনার শেষে বাদ আছর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আজিজুর রহমানের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত