জলিলুর রহমান জনি ||
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর উত্তম মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রনজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের সেখ, মতিয়র রহমান, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা সেখ, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন।