স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
শবে মেরাজ (ইসরা ও মেরাজ) সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকেস্টাফ রিপোর্টার : লিটন শিকদারশবে মেরাজ (ইসরা ও মেরাজ) সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো-???? শবে মেরাজ কী?শবে মেরাজ হলো সেই মহিমান্বিত রজনী, যেদিন মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-কে???? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস (ইসরা)???? সেখান থেকে সাত আসমান ও সিদরাতুল মুনতাহা (মেরাজ) পর্যন্ত সফর করান।এটি ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও গুরুত্বপূর্ণ ঘটনা।???? কুরআনে শবে মেরাজের বর্ণনা???? সূরা আল-ইসরা (১৭:১)> سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَىٰ…অর্থ:“পবিত্র ও মহান তিনি, যিনি তাঁর বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন…”???? এই আয়াত দ্বারা ইসরা প্রমাণিত।???? সূরা আন-নাজম (৫৩:১৩–১৮)> وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ … عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰঅর্থ:“নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে…”???? এই আয়াতগুলো মেরাজ ও আল্লাহর মহান নিদর্শন দেখার প্রমাণ।???? সহিহ হাদিসে শবে মেরাজ???? বোরাকের মাধ্যমে সফররাসুল ﷺ বলেন:> “আমার কাছে বোরাক আনা হলো… আমি তাতে আরোহন করে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালাম।”???? (সহিহ মুসলিম)???? নবীদের সঙ্গে সাক্ষাৎমেরাজে রাসুল ﷺ সাক্ষাৎ করেন—১ম আসমান: হযরত আদম (আ.)২য়: ঈসা ও ইয়াহইয়া (আ.)৩য়: ইউসুফ (আ.)৪র্থ: ইদরিস (আ.)৫ম: হারুন (আ.)৬ষ্ঠ: মুসা (আ.)৭ম: ইবরাহিম (আ.)???? (সহিহ বুখারি ও মুসলিম)???? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজরাসুল ﷺ বলেন:> “প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়।”???? (সহিহ বুখারি)???? শবে মেরাজের সবচেয়ে বড় উপহার হলো ৫ ওয়াক্ত নামাজ।???? শবে মেরাজের বিশেষ ফজিলত ও শিক্ষা✨ শিক্ষানামাজ মুসলমানের জন্য ফরজ ইবাদতআল্লাহর সাথে সরাসরি সম্পর্কনবীর মর্যাদা ও সত্যতাকষ্টের পর রহমত আসে???? শবে মেরাজে করণীয় আমল✔️ নফল নামাজ✔️ দোয়া ও ইস্তিগফার✔️ দরুদ শরিফ পাঠ✔️ কুরআন তিলাওয়াত✔️ ফরজ নামাজে বিশেষ গুরুত্ব???? নির্দিষ্ট কোনো আমল ফরজ নয়, তবে নেক আমল করা উত্তম।⚠️ প্রচলিত ভুল ধারণা❌ শবে মেরাজে নির্দিষ্ট রাকাত নামাজ ফরজ নয়❌ এটি ঈদের মতো উৎসব নয়❌ ভিত্তিহীন কাহিনি প্রচার করা উচিত নয়????️ উপসংহারশবে মেরাজ মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয়—???? নামাজের গুরুত্ব???? আল্লাহর নৈকট্য লাভ???? নবী ﷺ-এর সম্মানআল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন ???????? হ্যাশট্যাগ#romanvlog #শবে_মেরাজ#ইসরা_ও_মেরাজ#কুরআন_হাদিস#নামাজ#রাসুলুল্লাহ ﷺ#ইসলাম#সিদরাতুল_মুনতাহা#আল্লাহ