মোঃ সুমন খান ||
পলাশ হাওলাদার গলাচিপা প্রতিনিধ।পটুয়াখালীর গলাচিপায় মসজিদভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে আয়োজিত নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সদ্য সাবেক বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, “মানুষের হৃদয়ে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে তাকে ভোট দিতে কেউ বাধ্য করতে হয় না-ভোটকেন্দ্রে গিয়ে সে নিজেই নিজের প্রতীক খুঁজে নেয়।”বৃহস্পতিবার শেষ বিকেলে গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দল ও সাবেক গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে গলাচিপা উদয়ন স্কুল মাঠ প্রাঙ্গণে মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নামাজ প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণীয় অনুষ্ঠানের বক্তব্য তিনি এসক কথা বলেন।এসময় হাসান মামুন আরো বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিশুকাল থেকেই নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা হলে সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক ও নৈতিক অবক্ষয় দূর হবে। তিনি বলেন, এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় চর্চা নয়, বরং আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নামাজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে ২৮টি বাইসাইকেল বিতরণ করা হয়। শিশুদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।