জলিলুর রহমান জনি ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিরাজগঞ্জ পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।আজ বুধবার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক এই কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই কম্বল বিতরণ তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা। তিনি বলেন, শীতের এই সময়ে একটি কম্বল অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। জাসাস সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখবে।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান মন্ডল, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহাগ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা।বক্তারা বলেন, মরহুম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকবে জাসাস।অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী'র পরিচালনায় দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।