মোঃ আরিফ হোসেন, পাবনা। ||
পাবনায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভাপাবনা প্রতিনিধি: পাবনায় প্রয়াত দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে পাবনা শহরের চারতাল এলাকায় অবস্থিত বিশিষ্ট র্যালি হুসিয়ারী মার্কেটে এ কর্মসূচির আয়োজন করে র্যালি হুসিয়ারী মার্কেট কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও প্রবীণ রাজনীতিবিদ খন্দকার রবিউল আলম র্যালি, নূর মোহাম্মদ মাসুম বগা, সাব্বির হাসান বাচ্চু, মোজাম্মেল হোসেন কবির ও আরিফুর ইসলাম আরিফ। এছাড়া বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।আলোচনা শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।