প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে রাণীশংকৈলে প্রশাসনের অভিযান, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থদণ্ড
হাসিনুজ্জামান মিন্টু ||
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে রাণীশংকৈল উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।অভিযানকালে উপজেলার বন্দর বাজার এলাকায় একটি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে মূল্য তালিকা ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের সঙ্গে অমিল পাওয়ায় আজমল ট্রেডার্সকে ভোক্তা স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।একই দিনে বন্দর কলেজ সংলগ্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গ্যাস বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগে সাইদুর রহমান নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নির্ধারিত মূল্য অনুসরণে ব্যর্থ হন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। তিনি বলেন, নিত্যপণ্যের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় জনস্বার্থের পরিপন্থী। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন নিয়মিত বাজার তদারকি অব্যাহত রাখবে।তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে জরিমানার পরিমাণ আরও বাড়ানো হতে পারে।স্থানীয়দের মতে, এ ধরনের অভিযানের ফলে বাজারে স্বস্তি ফিরছে এবং ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়ছে। ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।প্রশাসন সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তা হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত চালু থাকবে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত