প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
কালের কন্ঠের বর্ষপূর্তির কেক কাটলেন শামা ওবায়েদ
সাইফুল ইসলাম মারুফ ||
কালের কণ্ঠের প্রতিষ্ঠার ১৬তম বর্ষপূর্তিতে পত্রিকাটির সম্পাদক ও এর সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজের নির্বাচনী কার্যালয়ে কালের কণ্ঠের ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা উপজেলা প্রতিনিধির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।শামা ওবায়েদ বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কালের কণ্ঠ আরো শক্ত ভূমিকা রাখবে— এমনটাই প্রত্যাশা করি। তিনি বলেন, কালের কণ্ঠ একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত