স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
নড়াগাতি স্মরণ সভায় শামা ওবায়েদ বলেন
“জাতীয়তাবাদী দলের হাতেই দেশ নিরাপদ”
স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার সি.এম.বি ইউনিয়ন হাইস্কুল মাঠে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, “জাতীয়তাবাদী দলের হাতেই দেশ নিরাপদ। বিএনপি সবসময় জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে এসেছে।”
তিনি আরও বলেন, মরহুম আবুল বাশার শিকদার ছিলেন একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক জননেতা। নড়াইল-১ আসনের উন্নয়নে তার অবদান আজও মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার আদর্শ ধারণ করেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মরহুমের সুযোগ্য পুত্র ও বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা), পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা, গ্রীন ফোর্স বাংলাদেশের মিকাইল রহমান গোপালগঞ্জের জেলা বিএনপির রাফিকউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মল্লিক কামরুজ্জামান হিটু।
অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করতে কল করুন ০১৭১৬-৮০২২৩০