আল আমিন হাওলাদার ||
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় দুর্গাপুর সিএনজি বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি মালিক-শ্রমিক উপদেষ্টা সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিএনজি শ্রমিক সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সারবিন, মালিক সমিতির সভাপতি আব্দুর রাশিদ মাস্তান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, শ্রমিক নেতা ওসমান গনি, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মাস্টারসহ শ্রমিক ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মানুষ ।দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য যে ত্যাগ, সাহসিকতা ও অবদান রয়েছে—তা ইতিহাসে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা ও আপোষহীন রাষ্ট্রনায়ক, যিনি সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নির্ভীক ভূমিকা রেখেছেন এবং কখনো দেশ ছেড়ে যাননি।বক্তারা আরও বলেন, তাঁর ইন্তেকালে দেশ এক অভিভাবকসুলভ রাজনৈতিক নেতৃত্ব হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা